রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : পায়ূপথে অভিনব কায়দায় হেরোইন বহন ও বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে রাজশাহী র্যাব। শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে রাজশাহী র্যাবের নাটোর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে নাটোরের বাগাতিপাড়া থেকে ওই যুবককে গ্রেফতার করে। তার নাম ইব্রাহীম হোসেন (১৯)। সে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাজিহাটা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। র্যাব রাজশাহীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, ইব্রাহীম অভিনব কায়দায় ৯৬ গ্রাম হেরোই পলেথিনে জড়িয়ে পায়ূপথে নিয়ে বহন করছিলো। পরে ওই হোরোইন ছাড়াও তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে ইব্রাহীম জানায়, পায়ূপথে করেই সে নিয়মিত হেরোইন বহন ও বিক্রি করে আসছিলো। এ ঘটনায় তার বিরুদ্ধে নাটোরের বাগাতিপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ইব্রাহীম পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব।