সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় রোববার নগর ভবনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। রোববার দুপুর থেকে রাত পর্যন্ত নগর ভবনে রাসিক মেয়রকে ফুলে ফুলে সিক্ত করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এ.এইচ.এম এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বরেন্দ্র বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. আশিক মোসাদ্দিক ও শিক্ষক-কর্মকর্তাবৃন্দ, হিন্দু ধর্মীয় কল্যান স্ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন, তানোরের মণ্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান, আল-আকসা ডেভেলপার্স (প্রাঃ) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী, রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ ড. ফয়জুর রহমান ও শিক্ষক-কর্মকর্তাবৃন্দ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ, রাজশাহী কেন্দ্র, বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ-রাজশাহী, জাতীয় তরুণ সংঘ-রাজশাহী জেলা কমিটি, রাজশাহী জজকোর্টের আইনজীবীবৃন্দ, মিডল্যান্ড ব্যাংক রাজশাহীর আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপক মো. সামিউল করিম, ২নং কিসমত গনকৈড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ৩নং রায়ঘাটি ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন, গোদাগাড়ীর ৭নং দেউপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এ.এইচ.এম এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, ৬নং জিউপাড়া ইউপি চেয়ারম্যান হোসনেয়ারা, ৫নং শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল।