রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন পবা ও মোহনপুর উপজেলার ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের বিজয়ী চেয়ারম্যানগণ।
রোববার প্রধান অতিথি থেকে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা, মহানগর অওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগ সহসভাপতি জাকিরুল ইসলাম সান্টু, মোহনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজ, পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম।
উপস্থিত ছিলেন পবা উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, বজলে রেজবি আল হাসান মুঞ্জিল ও শাহাদৎ হোসাইন সাগর। মোহনপুর উপজেলার আল আমিন বিশ্বাস, মো. আজহারুল ইসলাম বাবলু, দেলোয়ার হোসেন, মো. বাবলু হোসেন, আব্দুল মান্নান ও হযরত আলী।
আরো উপস্থিত ছিলেন হরিয়ান ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, রাজশাহী জেলা পরিষদের সদস্য এমদাদুল হক, পবা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, বড়গাছি ইউনিয়নের নব নির্বাচিত সদস্য মো. মোশাররফ হোসেন, শফিকুল ইসলাম সফি, স্বপন আলী, আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম, আলতাফ হোসেন, আশরাফুল ইসলামসহ পবা-মোহনপুর উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।