সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ ইং, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরে ওমিক্রন রোধে নেয়া হয়েছে সর্তকতা। বাংলাদেশের শেষ প্রান্ত সোনামসজিদ জিরো পয়েন্টে জীবানুমুক্তকরন চেম্বারে হাত ধোয়ার পর প্রবেশের সময় তাপমাত্রা পরিমাপ করা হয় ভারতীয় চালক ও সহকারীদের।
এরপর ভারতীয় পণ্যবাহী ট্রাক জীবানুমুক্ত করে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হচ্ছে। আর বন্দরে মাক্স পড়ে বন্দর সংশ্লিষ্টদের প্রবেশ করতে হচ্ছে। মানতে হচ্ছে স্বাস্থ্য বিধি। তবে বন্দরের বাইরে ছিল ভিন্ন চিত্র। বন্দরের বাইরে খালাসে নিয়োজিত শ্রমিকরা মাক্স ছাড়াই তাদের দৈনিন্দিন কাজ পরিচালনা করছেন।
এ ব্যাপারে সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল হোসেন জানান, করোনামুক্ত রাখতে তাদের সর্ব্বোচ্চ চেষ্টা রয়েছে। বন্দরের অভ্যন্তরে কর্মরত ১ হাজার ৩১০ জন শ্রমিক সহ সকলকে স্বাস্থ্যবিধি মানাতে বাধ্য করা হচ্ছে। ভারতীয় চালক ও তাদের সহকারীদের রাখা হচ্ছে আলাদাভাবে।