চাঁপাইনবাবগঞ্জ ঠিকাদার সমিতির কমিটি বিলুপ্ত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির মেয়াদ উত্তীর্ণ কমিটির অধিকাংশ সদস্য পদত্যাগ করায় বর্তমান কমিটি বিলুপ্ত হয়েছে। ৫ সদস্য বিশিষ্ঠ উপদেষ্ঠা কমিটির হাতে গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব অর্পিত হয়েছে।
উপদেষ্ঠা কমিটিতে রয়েছেন আজমাল হোসেন, মশিবুর রহমান, শওকাত আলী, শাহীন আখতার বাবু, সেলিম রেজা। বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল জানান, ১৫ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি শাহিনুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল, সহ-সম্পাদক মাহফুজুর রহমান বাবু, কার্যনির্বাহী সদস্য শামসুল আলম, সোহেল আকবর খান সোহেল, আবুল কালাম আজাদ ও অহেদুল নবী পদত্যাগ করায় কমিটি বিলুপ্ত হওয়ায় গত ১৫ আগস্ট ২০২১ গঠিত হওয়া উপদেষ্ঠাগণ গঠনতন্ত্র অনুযায়ী কমিটি এখন সমিতি পরিচালনা করবে।
উল্লেখ্য ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির ভোট অনুষ্ঠিত হয়।


প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১ | সময়: ৫:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ