খামারে গরু ডাকাতি ৬ পুলিশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শুক্রবার রাতে খামারী ও তার স্ত্রীকে বেঁধে ১৫ গরু ডাকাতির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। শনিবার জেলা পুলিশ সুপার আব্দুর রকিবের নির্দেশে তাদের পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যাহারকৃতদের মধ্যে ২ জন উপ-পরিদর্শক, ১ জন সহকারী উপ-পরিদর্শক ও ৩ পুলিশ কনস্টেবল রয়েছেন। তবে এখন পর্যন্ত কোন গরু উদ্ধার হয়নি বা কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামে পুলিশ পরিচয়ে গরুর খামার মালিক আসরাফুল ও তার স্ত্রী বেলী বেগমকে রশি দিয়ে বেঁধে ১৫টি গরু নিয়ে যায় ডাকাতরা।বিষয়টি ৯৯৯ এ ফোন করার অন্তত ৩ ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থল আসে। এ ঘটনায় শনিবার রাতে মামলা হয়েছে।


প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১ | সময়: ৫:১০ পূর্বাহ্ণ | সুমন শেখ