রাসিক মেয়র লিটনকে আইডিইবি রাজশাহীর অভিনন্দন

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আইডিইবি জেলা শাখার নেতৃবৃন্দ। রোববার নগরভবনে ফুল দিয়ে মেয়রকে এ শুভেচ্ছা জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্টাডি ও রিসার্চ সেলের কো-চেয়ারম্যান ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ রাজশাহী জেলার সভাপতি তাজুল ইসলাম, আউডিইবি রাজশাহী শাখার সভাপতি প্রকৌশলী আমিনুল হক, সাধারণ সম্পাদক প্রকৌশলী হোসেন শাহীদ সোহরাওয়ার্দী, সহসভাপতি প্রকৌশলী মেরাজুল ইসলাম, সহসাধারণ সম্পাদক প্রকৌশলী সৈয়দ আহমেদ সানি, কাউন্সিলর প্রকৌশলী মুখলেছুর রহমান, অর্থ সম্পাদক প্রকৌশলী আবু বাশির, দপ্তর সম্পাদক প্রকৌশলী মইনুল হক, সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী রাহাত পারভেজসহ অন্যান্য সদস্য প্রকৌশলীবৃন্দ।


প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১ | সময়: ৫:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ