বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী কলেজে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ৯টা থেকে কুইজ প্রতিযোগিতা, সেমিনার, পুরষ্কার বিতরণ, সিভি প্রদানসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে রাজশাহী কলেজ বিজনেস ক্লাব (আরসিবিসি)।
রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের (আরসিবিসি) সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইট ওভার লাইট এন্ড কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. আহমেদ শেখ আসিফ, সিইও এম এ মান্নান, ওয়ালটনের প্রধান মানবসম্পদ অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, ক্যারিয়ার কনসালটেন্ট রোমেন্টু চাকমা। এসময় তারা ক্যারিয়ার দক্ষতা, কর্মসংস্থান দক্ষতা ও ব্যাংকিং খাতের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনামূলক বিষয় আলোচনা করেন। এছাড়াও উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা।
অনুষ্ঠানে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক, সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর মোহা. ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামীম আরা জেসমিন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন, আরসিবিসি’র উপদেষ্টা ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ গোলাম রাব্বানী, আরসিবিসি’র উপদেষ্টা ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক অনুতোষ কুমার প্রামাণিক প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়াও ৩টি বুথের মাধ্যমে প্রাণ, আরএফএল ও ওয়ালটনে চাকরিচ্ছুক রাজশাহী কলেজের শিক্ষার্থীদের প্রতিষ্ঠানগুলোতে সরাসরি সিভি জমা দানের ব্যবস্থা করা হয়।