সর্বশেষ সংবাদ :

লাইফ স্কিলস্ বিষয়ক প্রশিক্ষন

প্রেস বিজ্ঞপ্তি: সচেতন যুব ও কিশোর-কিশোরী প্রকল্প, গোদাগাড়ী উপজেলার ৮০ জন আদিবাসী যুব ও কিশোর-কিশোরদের নিয়ে লাইফ স্কিলস বিষয়ক ২ দিনের ২ ব্যাচ প্রশিক্ষক প্রশিক্ষন এর আয়োজন করে নবাইবটতলা মিশন হলরুমে।
প্রশিক্ষনের উদ্বোধনে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আশিকুর রহমান। তিনি এ ধরনের সচেতনামূলক প্রশিক্ষনের প্রসংসা করেন। তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের সকল সুযোগ সুবিধাগুলো উল্লেখ করেন এবং যুব ও কিশোর-কিশোর ক্লাবের যুব সদস্যদের সকল ধরনের সহযোগিতার আশ^াস দেন।
এছাড়াও বক্তব্য রাখেন প্রকল্প ম্যানেজার নজরুল ইসলাম।তিনি সচেতনের বিভিন্ন প্রকল্পগুলোর বর্ননা করেন এবং যুব ও কিশোর-কিশোরদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা উল্লেখ করেন। প্রশিক্ষনটি পরিচালনা করেন মো: হাসিবুল হাসান পল্লব ও মো আসাদুজ্জামান। প্রশিক্ষনে লাইফ স্কিলস্ ও এর উপাদানগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা ও অনুশীলন করানো হয় যুব ও কিশোর-কিশোরদের। পরবর্তীতে তারা মাঠ পর্যায়ে ৮০০ জন যুব ও কিশোর-কিশোরীকে উক্ত প্রশিক্ষন প্রদান করবেন। উল্লেখ্য যে, স্পেনের দাতা সংস্থা এডুকো বাংলাদেশের সহায়তায় প্রকল্পটি পরিচালনা করা হয়।


প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১ | সময়: ৫:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ