বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা হ্যান্ডবল লীগে রোববার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে।
শিরইল স্পোর্টিং ক্লাব ১৫-৮ গ্রীনষ্টার ক্লাব ও দিনের অন্য খেলায় সিপাইপাড়া স্পোর্টিং ক্লাব ১৯-৬ গোলে নর্থবেঙ্গল স্পোর্টিং ক্লাব হারায়। আজকের খেলায় আবাহনী ক্রীড়া চক্র, লোটাশ ক্লাব, সম্প্রীতি ক্রীড়া চক্র ও মডার্ন বক্সিং ক্লাব অংশ নেবে।