আদমদীঘিতে বিষপানের ৯ দিন পর মারা গেলেন যুবক

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে কীটনাশক ওষুধ সেবনে অসুস্থ হয়ে ৯ দিন পর জয়নুল ইসলাম (১৮) নামে যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেড়িকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওইদিন বিকেলে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
পুলিশ ও স্থানিয় সূত্রে জানা যায়, উপজেলার জিনইর গ্রামের হামিদুল ইসলামের ছেলে জয়নুল ইসলাম গত বৃহস্পতিবার পারিবারিক কলহের জেরধরে জমিতে দেয়া ঘাস মারা (কীটনাশক) ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের লোকজন তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এরপর চিকিৎসাধীন অবস্থায় ৯ দিন পর শনিবার ভোরে মারা যায়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১ | সময়: ৬:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ