বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মনোনীত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দৈনিক সানশাইন পরিবার। ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলীর নেতৃত্বে পত্রিকার সাংবাদিক ও কর্মকর্তাবৃন্দ শনিবার দুপুরে নগর ভবনে মেয়র লিটনের সাথে সৌজন্য সাক্ষাত করেন ও শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক সানশাইনের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, বার্তা সম্পাদক মামুন-অর-রশিদ, মফস্বল সম্পাদক এএইচএম কামরুজ্জামান, স্টাফ রিপোর্টার সরকার দুলাল মাহবুব, স্টাফ রিপোর্টার রাজু আহমেদ, ফটোচিফ আজহার উদ্দিন, সিনিয়র ফটো সাংবাদিক সামাদ খান, সহকারী বিজ্ঞাপন ম্যানেজার রনি আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক উত্তরা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক এনায়েত করিম ও বার্তা সম্পাদক শাহজাদা মিলন।