মঙ্গলবার, ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুরে জমিজমা সংক্রাস্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাসুয়ার কোপে বদিউজ্জামান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শেখালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ও হামলাকারীরা একে অপরের চাচাত ভাই।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শাহজাহানপুর ইউনিয়নের শেখালীপুর রাবনপাড়ার মৃত আইনুদ্দিনের ছেলে বদিউজ্জামানের সাথে একই গ্রামের তার চাচাতো ভাই মোকলেসুর রহমানের জমিজমার বিরোধ চলে আসছিল।
এর জের ধরে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বদিউজ্জামান রাবনপাড়া এলাকা দিয়ে যাবার সময় মোকলেছুর রহমানসহ ৭-৮ জন মিলে তার পথরোথ করে। এসময় তাদের হাতে থাকা ধারালো অস্ত্র (হাসুয়া) দিয়ে বদিউজ্জামানের মাথায় কোপ মেরে গুরুতর জখম করে। পরে
স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসার সময় পথিমধ্যে তিনি মারা যান।
খবর পেয়ে সদর মডেল থানার ওসি (অপারেশন) মাহফুজুল হকের নেতুত্বে পুলিশের একটি দল দুপুরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি (অপারেশন) মাহফুজুল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।