রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল মনির ৮৩ তম জন্মদিন বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করেছে রাজশাহী জেলা যুবলীগ। শনিবার দিনব্যাপি অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন।
এছাড়াও বিকালে জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ’র সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টুর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শেখ ফজলুল হক মনির জীবনাদর্শের উপর বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন রাজশাহী জেলা যুবলীগের সহ-সভাপতি আলমগীর মোর্শেদ রন্জু,মাহমুদ হাসান ফয়সাল সজল, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, অর্থ সম্পাদক হাফিজুর রহমান।
এ সময় উপস্হিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম রাজা, মোজাহিদ হোসেন মানিক,প্রচার সম্পাদক রফিকুজ্জামান,সাংস্কৃতিক সম্পাদক গোলাম মোর্শেদ, উপ-প্রচার সম্পাদক শাহাদৎ হোসেন পিন্টু, সহ-সম্পাদক বিদ্যুৎ, আজিজুর রহমান নাজমুল হক, নির্বাহী সদস্য মুক্তার হোসেন, মোহনপুর উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, পবা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম। দোয়া পরিচালনা করেন রাজশাহী জেলা যুবলীগের অর্থ সম্পাদক হাফিজুর রহমান। শেষে কেট কাটা হয়।