সর্বশেষ সংবাদ :

রাজশাহী জেলা হ্যান্ডবল লীগের ফল

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত জেলা হ্যান্ডবল লীগে শনিবার দুটি খেলা অনুষ্টিত হয়েছে। ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ১৯-৪ গোলে মর্ডান বক্সিং ক্লাবকে হারায়।
দিনের অন্য খেলায় আবাহনী ক্রীড়া চক্র ২১-৮ গোলে কসমস স্পোর্টিং ক্লাবকে হারায়। আজকের খেলায় শিরইল স্পোর্টিং ক্লাব, গ্রীনষ্টার, সিপাইপাড়া স্পোর্টিং ক্লাব ও নর্থবেঙ্গল স্পোর্টিং ক্লাব অংশ নেবে।


প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১ | সময়: ৬:৪৫ পূর্বাহ্ণ | সুমন শেখ