রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার ওনার্স এসোসিয়েশন রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই দ্বি-বার্ষিক সম্মেলনের ২য় অধিবেশনে সংগঠনের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন করা হয়।
রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি পদে এসএম মনিরুজ্জামান পলাশ ও সাধারণ সম্পাদক পদে দাস অপুকে নির্বাচিত করে আট সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মো. সাজ্জাদ হোসেন বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাদিক হামিদ শ্রাবন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ জন, সদস্য তাজিন, শরীফ আহম্মেদ সার্থক ও মাহির খান জিদান।
এরআগে সম্মেলনের ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার ওনার্স এসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নানকিং গ্রুপের চেয়ারম্যান এহসানুল হুদা দুলু, বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাকিব আহমেদ, সিনিয়র সহসভাপতি জিয়া সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এজেডএম বখতিয়ার ফাহিম ও সোহেল মন্সি, কোষাধ্যক্ষ রাসেল রাজিব ও সদস্য শফিকুল ইসলাম।