বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের জন্য সাউথ এশিয়া সোস্যাল এডুকেশন ফাউন্ডেশন প্রবর্তিত গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছেন নাটোরের বড়াইগ্রামের বিজনেস ম্যানেজমেন্ট আইটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সারওয়ার হোসেন বিপ্লব।
গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে হোটেল-৭১ এর মিলানায়তনে স্বাধীনতার সুবর্ণজয়স্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাউথ এশিয়া সোস্যাল এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যক্ষ সারওয়ার হোসেন বিপ্লবকে গোল্ডেন জুবিলি আওয়ার্ড ২০২১ ও সনদপত্র প্রদান করেন।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.শহীদুর রশীদ ভূঁইয়া, সৈয়দ মার্গুব মোর্শেদসহ অতিথিবৃন্দ গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড-২১ তার হাতে তুলে দেন।