শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলা দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গোপাল কুমার দাসকে সভাপতি, বিপ্লব কুমার সরকারকে সাধারণ সম্পাদক করে উপজেলা পূজা উৎযাপন কমিটির গঠণ করা হয়েছে। ওই কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
শুক্রবার বিকেলে উপজেলার বনপাড়া দিয়াড়পাড়া ব্রহ্মা কেন্দীয় মন্দির চত্বরে উপজেলা পুজা উদ্যাপন কমিটি সভাপতি ধীরেন্দ্রনাথ সাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি প্রসাদ কুমার তালুকদার বাচ্চা, সম্পাদক খগেন্দ্রনাথ রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি ও পূজা উৎযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য চিত্তরঞ্জন সাহা, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, সাবেক প্রধান শিক্ষক ওয়াসেক আলী সোনার।