বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রির্পোটার, শিবগঞ্জ: র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শনিবার বেলা সোয়া ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার ভুজগাড়া মোড়ে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
আটককৃত যুবক শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামের মৃত হায়াত আলীর ছেলে মাঈনুল ইসলাম (২১)।
দুপুরে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার
ভুজগাড়া মোড়ে কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার ওমর আলীর নেতৃতে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল সেট, ২টি সীমকার্ড ও ১টি মেমোরী কার্ডসহ তাকে হাতেনাতে আটক করাহয়। এঘটনায় শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।