রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নওগাঁ শাখার বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন (২০২২-২৪) অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। রেড ক্রিসেন্ট সোসাইটির নওগাঁ শাখার সাধারণ সম্পাদক সারোয়ার তাঞ্জিদ সম্রাটের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নওগাঁ ইউনিটের চেয়ারম্যান এ্যাডভোকেট ফজলে রাব্বি।
বক্তারা বিগত ২০১৯-২১ পরিষদের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২২-২৪ কমিটির সদস্যদের নাম ঘোষণা এবং তাদের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।
এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য এ্যাডভোকেট সরদার সালাউদ্দিন মিন্টু, ডা. হাবিবুর রহমান, দেওয়ান আলী মন্ডল, নার্গিস পারভীনসহ আজীবন এবং অন্যান্য সদস্য, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।