বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবায় উপজেলা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে। সমাজসেবা কার্যালয় পবার উদ্যোগে কর্মসূচির মধ্যেছিল র্যালি, আলোচনা, ঋণ ও অনুদানের চেক বিতরণ।
শুক্রবার এসব কর্মসূচিতে পবা সমাজসেবা কমকর্তা হাসান ইমাম শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রোজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, শিক্ষক ফারুক হোসেন।
৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধীর মাঝে ঋণের ৩০ হাজার টাকার চেক এবং ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া ২৯জন রোগীদের মাঝে ১৪ লাখ ৪৫ হাজার টাকার এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার-কর্মচারীবৃন্দ ও উপকারভোগী ব্যক্তিগণ।