নওগাঁয় প্রতিবন্ধী দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি: ‘কোভিডোত্তর বিশে^র টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যাক্তির নেতৃত্ব ও অংশগ্রহন’ এ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে নওগাঁয় ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম।
সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী উপ-পরিচালক গওসোল আজম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হুমায়ন কবির বক্তব্য রাখেন। প্রধান অতিথি হুইল চেয়ার, গেঞ্জি ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়।


প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১ | সময়: ৬:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ