শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
চলনবিল প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান। গত বৃহস্পতিবার সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা হোসেন আলী অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম, অধ্যক্ষ শহিদুজ্জামান, অধ্যক্ষ সাইদুল ইসলাম, কৃষি কর্মকর্তা এনামুল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান।
ইউএনও উপজেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।