রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
নওগাঁ প্রতিনিধি: জাতীয় ছাত্র সমাজ নওগাঁ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের ডাবপট্টি জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আদমদিঘী-দুপচাঁচিয়া আসনের সংসদ সদস্য এ্যাড. নূরুল ইসলাম তালুকদার।
সম্মেলনে জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জেলা শাখার সভাপতি অ্যাড. তোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন ও ফয়সাল দিদার টিপু, জাতীয় পার্টি জেলা শাখার সাধারন সম্পাদক ইফতারুল ইসলাম বকুল, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইউসুফ আলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।