রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আইকিউএসি সেমিনার রুমে বৃহস্পতিবার ০২-০৫ ডিসেম্বর পর্যন্ত, সকাল ৯.৩০ মিনিটে আইকিউএসি (ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেল ) এর উদ্যোগে নতুন নিয়োগ প্রাপ্ত শিক্ষকবৃন্দের ০৪ (চার) দিনব্যাপী ৫ম ব্যাচের “ ফাউন্ডেশন ট্রেনিং” -এর উদ্বোধন করেন রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সেখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সেখ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক(অব.) ড. মোঃ মোজাহার আলী। এছাড়াও আরোও উপ¯ি’ত ছিলেন রুেেয়টের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ সেলিম হোসেন, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. এন,এইচ,এম, কামরুজ্জামান সরকার, পরিচালক ছাত্রকল্যাণ অধ্যাপক ড. মোঃ রবিউল আওয়াল, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এস,এম, জহুরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল গোফফার খান এবং সঞ্চালনা করেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক। উল্লেখ্য, চার (০৪) দিনব্যাপী এই ফাউন্ডেশন ট্রেনিংয়ে বিভিন্ন বিভাগের নতুন নিয়োগ প্রাপ্ত মোট ৩৩ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
সানশাইন/শামি