শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
মোহনপুর প্রতিনিধি: মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনয়িনের দুর্গাপুর মৌজার খাস খতিয়ানে রাস্তার পশ্চিম পাশে অবস্থতি একটি ভগ্নপ্রায় পাইকড় গাছ গত ১৫ জুলাই নিলামে বিক্রি করে দেওয়া হয়।
অথচ নিলামে বিক্রির সেই গাছটি এখন পর্যন্ত অপসারণ করা হয়নি। ভগ্নপ্রায় গাছটি স্থানীয় সুফিয়া নামে এক নারীর টিনের ঘরের উপর ঝুঁকে রয়েছে। ফলে যে কোন মুহুর্তে গাছটি ঘররে উপর ভেঙ্গে পড়ে প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় মোহনপুর উপজলো সহকারী কমশিনার (ভূমি) গত ৩ আগস্ট নিলামে ডাককৃত গাছ গ্রহণকারী মুত্তাকনি আলমকে ৭ দিনের মধ্যে অপসারনের জন্য নোটশি দিলেও অজ্ঞাত কারণে গাছটি অপসারণ করা হয়নি।
ঝুঁকিপূর্ণ গাছের নিচে বসবাসকারী সুফয়িা খাতুন জানিয়েছেন, যে কোন মুহূর্তে গাছটি ভেঙ্গে পড়ে তাদের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তারপরও স্বামী সন্তানদের নিয়ে ভয়ে ভয়ে ওই ঘরেই বসবাস করছেন তারা।
তিনি আরো জানান, আশঙ্কা নিয়ে প্রতিদিন প্রতিরাত তাদের যাপন করছেন তারা। সুফিয়া খাতুন গাছটি অপসারণ করে তাদের বসবাস নির্বিঘ্ন করার অনুরোধ জানিয়েছেন।