শনিবার, ২৫শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ।
প্রেস বিজ্ঞপ্তি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়েছে।
৪ ডিসেম্বর শনিবার সকাল ৯টায় রাবি শেখ কামাল স্টেডিয়ামে ১০ দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাবি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও প্রফেসর মো. সুলতান-উল- ইসলাম। এতে সভাপতিত্ব করবেন রাকসু-র কোষাধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ।
ক্রীড়া উৎসবে এ্যাথলেটিকস, ফুটবল, হ্যান্ডবল, ভলিবল ও বাস্কেটবলের ১১৪টি ইভেন্টে ১৭টি দলের প্রায় ৮০০ জন প্রতিযোগী অংশ নিবে। ১৩ ডিসেম্বর বিকেল ৩টায় উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে।