রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: বুধবার পবা ও মোহনপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সমাবেশ, মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ^ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে সমাবেশে বক্তব্য রাখেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা, সহকারি কমিশনার ভুমি শেখ এহসান উদ্দিন, ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান। ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (জেন্ডার) মেহেদী হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা।
এদিকে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এরিয়া প্রোগ্রাম, পক্ষকাল ব্যাপি প্রচারাভিযানের উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করে পবা উপজেলা মিলনায়তন কক্ষে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার। পবা এরিয়া প্রোগ্রামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার, রাজশাহী এরিয়া কো-অডিনেশন অফিস মিঃ সেবাষ্টিয়ান পিউরীফিকেশন। অনুষ্ঠান শেষে সকলে নারী নির্যাতন বন্ধে প্রতিজ্ঞা স্বরুপ গণস¦াক্ষর ব্যানারে নিজ নিজ স্বাক্ষর প্রদান করে।
এদিকে প্রচারাভিযানের অংশ হিসেবে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভুগরইলে ব্র্যাক লার্নিং সেন্টারের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন ব্র্যাকের সিইএলপি কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার জয়শ্রী সরকার, রাজশাহী জোনাল ম্যানেজার সুফিয়া বেগম, আঞ্চলিক ব্যবস্থাপক (জেন্ডার) মো. মেহেদী হাসান, আঞ্চলিক ব্যবস্থাপক কৌশিক বিশ্বাস, সিইএলপি ডিএম ত্রিদীপ গোলদার, সিইএলপি অফিসার মাজেদুল ইসলামসহ ব্র্যাকের কর্মকর্তাগণ।
ভ্রাম্যমান প্রতিনিধি মোহনপুর জানান, মোহনপুরে অরেঞ্জ ক্যাম্পেইন ২০২১ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরুস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠান উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে র্যালি গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিণ করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার জেলা প্রশাসকের কার্যালয় শাহানা আক্তার জাহান। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা আক্তার রিক্তা, জেলা পরিষদের সদস্য রাবেয়া খাতুন সিমাসহ সকল সরকারি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।