রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
নওগাঁ প্রতিনিধি: ‘সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারি হবে শেষ’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ^ এইডস দিবস পালিত হয়েছে। বুধবার সকালে সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরনায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিস মিলনায়তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফের সভাপতিত্বে ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মোর্শেদ, সদর উপজেলা স্বস্থ্যা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ, মেডিকেল অফিসার ডা. আশিষ কুমার সাহা, জেলা সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান। বক্তারা বিশ^ এইডস দিবসের উপর বিস্তারিত আলোচনা করেন।