সর্বশেষ সংবাদ :

মোহনপুরে অরেঞ্জ ক্যাম্পেইন আলোচনা সভা

মোহনপুর সংবাদদাতা: মোহনপুরে অরেঞ্জ ক্যাম্পেইন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়েছ্।ে অনুষ্ঠানটি বুধবার বেলা ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষীণ করে। এতে সভাপত্তিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন।
প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার জেলা প্রশাসনের শাহানা আক্তার জাহান। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, ভাইস চেয়ারম্যান সানজিদা আক্তার রিক্তা, জেলা পরিষদের সদস্য রাবেয়া খাতুন সিমাসহ সকল সরকারি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙা বিশ^ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে গুরুত্ব পূর্ণ আলোচনা করা হয়।


প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১ | সময়: ৪:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ