শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বেকার যুবকদের বিনামূল্যে অটোরিকশা প্রদান করা হয়েছে। মঙ্গলবার জয়পুরহাট জেলা পরিষদের উদ্যোগে ৬ জন বেকার যুবককে অটোরিক্সা প্রদান করা হয়। বিতরণ করেন প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট।
আরিফুর রহমান বলেন দরিদ্র বিমোচনের অঙ্গীকার শেখ হাসিনার উপহার এই শ্লোগানে সরকার বেকার যুবকদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। যুবকদের স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে।
জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত রফিক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম।