সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১০ই আশ্বিন, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এক কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মঙ্গলবার সকালে জেলার গোদাগাড়ী উপজেলার ডোমকুলি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তির নাম জহুরুল ইসলাম (৪৫)। চাঁপাইনবাবগঞ্জ সদরের অনুপনগর মোল্লাপাড়া গ্রামে তার বাড়ি।
জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা গাঁজার দাম প্রায় ৫০ হাজার টাকা। এসব গাঁজা কাছে রাখায় জহুরুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।