শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে জাতীয রাজস্ব বোর্ড। এর আগে ব্যাক্তি শ্রেণীর করদাতাদেরর ২০২১-২২ কর বছরের আয়কর রিটার্ন জমা দেয়ার সময়সীমা ছিল চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত।
জাতীয় রাজস্ব বোর্ডের কর পরিবীক্ষণ ও সমন্বয় শাখার সচিব দীপক কুমার পালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। ৩০ নভেম্বর প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় করোনা পরিস্থিতিতে সৃষ্ট অসুবিধার কথা বিবেচনা করে ব্যাক্তি শ্রেণীর করদাতাদের ২০২১-২২ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ নভেম্বর হতে বৃদ্ধি করে তা ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত করা হয়েছে। এ সংক্রান্ত অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।
কর অঞ্চল রাজশাহীর কর কমিশনার শফিকুল ইসলাম আকন্দ জানান, বর্তমান সরকার জনবান্ধব সরকার। আর এজন্যই করোনাকালীন সময়ে জনগণের কথা বিবেচনা করে ব্যাক্তিশ্রেণীর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।