সর্বশেষ সংবাদ :

গোমস্তাপুরে অটোরিকসার ধাক্কায় প্রাণ হারালো শিশু

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগন্জের গোমস্তাপুরে ব্যাটারি ইজি বাইকের (অটোরিকসা) ধাক্কায় আরিফুল নামে ৫ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার রাধানগর ইউনিয়নের তেঘরিয়া গ্রামের রায়হানের ছেলে।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে যাতাহারা-আক্কেলপুর সড়কের তেঘরিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শিশুটি রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়। আহতাবস্থায় স্বজনরা তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১ | সময়: ৬:৫৪ পূর্বাহ্ণ | সুমন শেখ