শনিবার, ২৫শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে মাদক সেবনকালে ১২ জন মাদকসেবীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার দিবাগত গভীর রাতে পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার তৌকির জানান, গভীর রাতে নওদাসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের আসর বসিয়ে মাদকসেবন করছে মাদকসেবীরা।
এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ ১২ জনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার পরে পাঁচবিবি থানায় তাদের হস্তান্ত করা হয়েছে বলে জানা গেছে।