মান্দায় ক্রিয়েটিং প্রজেক্টের জাতীয় যুব দিবস পালিত

মান্দা প্রতিনিধি: ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে নওগাঁর মান্দায় বেসরকারি সংস্থা সিসিডিবির ‘ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এন্ড চাইল্ড প্রোটেকশন’ প্রজেক্টের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে সংস্থার বিজয়পুরস্থ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে।
আলেচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার মণ্ডল। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রজেক্ট ম্যানেজার নুসরাত জাহান, ফিল্ড অর্গানাইজার সুদীপ্ত বিশ্বাস।
অনুষ্ঠানে ‘ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এন্ড চাইল্ড প্রোটেকশন’ প্রজেক্টের প্রশিক্ষিত ৪০ জন যুবক ও ৮ জন ওস্তাদ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১ | সময়: ৬:৫০ পূর্বাহ্ণ | সুমন শেখ