বৃহস্পতিবার, ৩০শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ।
নওগাঁ প্রতিনিধি: করোনা কালীন সময়ে নিম্ন আয়ের জন-সাধারন ৫০০ মানুষের মাঝে নওগাঁয় খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়।
খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল ১০ কেজি, মসুর ডাল ১ কেজি, লবণ ১ কেজি, তেল ১ কেজি, চিনি ১ কেজি, এ্যাংকর ডাল ১ কেজি, সাবান ১টি, ও ছোলা বুট ৫০০ গ্রাম। প্রধান অতিথি হিসাবে এসব খাদ্য সহায়তা প্রদান করেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক জালাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান নাইস পারভীন।