রাজশাহী ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফল

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী বিভাগীয় মহিলা ক্রিড়া কমপ্লেক্স মাঠে ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ২টি খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম কিং ৬ উইকেটে হারায় ঢাকা চিত্রসাইলকে।
টস জয়ী চিত্রসাইল ব্যাট করতে নেমে ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১১১ রান। দলের পক্ষে দিপু ২৭ ও সাজিদ ৩৪ রান করেন। বিপক্ষে মুক্তা ৭ রানে ৫টি ও নাইম ১৮ রানে ২টি উইকেট নেন। জবাবে চট্টগ্রাম কিং ব্যাট করতে নেমে ১৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১১২ রান। দলের পক্ষে মুক্তা ৪৭ ও সিয়াম ৩৩ রান করেন। বিপক্ষে নবি ৩৪ রানে ৩টি উইকেট নেন। দিনের অন্য খেলায় বগুড়া ডাইনামিক ক্রিকেট একাডেমী ৫ উইকেটে হারায় নোয়াখালির কোম্পানীগঞ্জ ক্রিকেট একাদশকে। টস জয়ী নোয়াখালি কোম্পানীগঞ্জ ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৪৮ রান। দলের পক্ষে জনি ৩৪ ও ইমরান ৫৯ রান করেন। বিপক্ষে মারুফ ১৩ রানে ৩টি ও রায়য়ান ১৯ রানে ২টি উইকেট নেন। জবাবে বগুড়া ডাইনামিক ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৫১ রান। দলের পক্ষে মানিক ৫৭ ও ক্যারি ৪১ রান করেন। বিপক্ষে রাসেল ৩১ ও কাদের ১৪ রানে ১টি করে উইকেট নেন।


প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১ | সময়: ৬:৪৯ পূর্বাহ্ণ | সুমন শেখ