Daily Sunshine

রাবিতে ভাসমান দোকান বন্ধের নির্দেশ

Share

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ^বিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব উপযুক্ত পরিবেশ সৃষ্টি ও করোনা সংক্রমণ ঠেকাতে ভাসমান, ভ্রাম্যমাণ ও অনুমতিহীন দোকান-পাট বন্ধের নির্দেশ দিয়েছে বিশ^বিদ্যালয় প্রশাসন। আগামী ২০ মার্চের মধ্যে এসব দোকান সরানোর নির্দেশ দেন বিশ^বিদ্যালয় প্রক্টর লুৎফর রহমান।
রবিবার দুপরে বিশ^বিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে প্রক্টরিয়াল বডি টুকিটাকি চত্বর, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের আশেপাশের সকল দোকানে গিয়ে মালিকদের এই নির্দেশ দেন। সেই সঙ্গে অনুমোদিত দোকান-হোটেল গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তারা।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, বিশ^বিদ্যালয়ের টুকিটাকি চত্বর ও আশেপাশের জায়গায় দোকানের পরিমাণ দিনদিন বেড়েই চলেছে যার ফলে শিক্ষার পরিবেশ ব্যাঘাত ঘটছে। তাছাড়া এসব দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হয়। দেশে করোনা ভাইরাসের প্রভাব পড়তে পারে এমন পরিবেশে। তাই দোকান বন্ধে করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার ব্যাঘাত ঘটতে পারে এমন পরিবেশ সৃষ্টি হলে আমরা সেখানেই ব্যবস্থা নিবো। ক্যাম্পাসে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে আমরা ভ্রাম্যমাণ দোকানপাট ২০মার্চের মধ্যে বন্ধের ঘোষণা দিয়েছি। এরপরে এমন দোকান দেখতে পেলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মার্চ ১৬
০৪:৪২ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

ডাবেই সচল বাচ্চুর জীবিকার চাকা

ডাবেই সচল বাচ্চুর জীবিকার চাকা

রোজিনা সুলতানা রোজি : সকাল থেকে রাত অবধি ডাবের সঙ্গেই সচল তার জীবিকার চাকা। প্রায় গত ৮ বছরের বেশী সময় ধরে সড়কের পাশে ফুটপাতে ডাব বিক্রি করে এক সন্তান ও স্ত্রীকে নিয়ে তার সংসার ভালোই চলছে। ক’দিন আগেও প্রতিদিন ডাব বিক্রি করে প্রতিদিন ৬ থেকে সাতশ টাকা আয় হয়েছে তার।

বিস্তারিত
এক নজরে

চাকরি

প্রিমিয়ার ব্যাংকের সেই ফয়সালকে রিমান্ডে চায় দুদক

প্রিমিয়ার ব্যাংকের সেই ফয়সালকে রিমান্ডে চায় দুদক

স্টাফ রিপোর্টার : তিন কোটি ৪৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখার কর্মকর্তা এফএম শামসুল ইসলাম ফয়সালকে সাত দিনের রিমান্ডে চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতে তার এই রিমান্ডের আবেদন করা হয়েছে। আগামী ১ মার্চ রিমান্ড আবেদনের শুনানি হবে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি এফএম শামসুল ইসলাম

বিস্তারিত