Daily Sunshine

প্রফেসর ওয়াজেদ আলীর মৃত্যুতে রাসিক মেয়র লিটনের শোক প্রকাশ

Share

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. এম ওয়াজেদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ সোমবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন মেয়র। শোক বিবৃতিতে মেয়র মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি।
এদিকে আজ বাদ জোহর রাজশাহী বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত মরহুমের জানাযা নামাজে অংশ নেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। জানাযা নামাজে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক উপাচার্য প্রফেসর ড. সাইদুর রহমান খান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল খালেক, রাবি উপাচার্য প্রফেসর ড.এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মোঃ জাকারিয়াসহ বিশ^বিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
উল্লেখ্য, আজ সকাল সাতটায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কাজলায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন প্রফেসর ওয়াজেদ আলী।

জানুয়ারি ১৪
০৪:৩২ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

সেলাই মেশিনেই চল্লিশ বছর

সেলাই মেশিনেই চল্লিশ বছর

রোজিনা সুলতানা রোজি : জীবন তো চলবেই জীবনের মতো ! তবে জীবনের মান চলমান রাখতে বিভিন্ন জন বেছে নিচ্ছেন বিচিত্র পেশা। কারন, জীবনের ভার বহন করতে জীবিকা প্রয়োজন সর্বাগ্রে। কেউ ছোটবেলা তো কেউ বড় হয়ে, সবাইকেই কোনো না কোনো পেশার সাথে নিজেকে সম্পৃক্ত করতেই হয়। যার যার সুবিধা মত তারা

বিস্তারিত
এক নজরে

চাকরি

অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে রাজশাহী পাটকলের আট শ্রমিক

অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে রাজশাহী পাটকলের আট শ্রমিক

স্টাফ রিপোর্টার : অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ গ্রাচ্যুইটির টাকাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আমরণ অনশনের মধ্যে রাজশাহী পাটকলের আটজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সকালে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরা হলেন, আব্দুল গফুর, জয়নাল আবেদিন, আলতাফুন বেগম, মহসীন কবীর, আসলাম আলী, মোশাররফ হোসেন, মোজাম্মেল হক ও

বিস্তারিত