নওগাঁ প্রতিনিধি: বর্নাঢ্য র্যালি, সমাবেশ ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় মহান মুক্তিযোদ্ধা দিবস পালিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে রবিবার বেলা ১১টায় একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অল-রশীদ, সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম সামদানি, মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল, মুক্তিযোদ্ধা মিরাজ আনসারী, মুক্তিযোদ্ধা ফরুকসহ বক্তব্য রাখেন। বক্তারা ১৯৭১ সালের মুক্তিযোদ্ধার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
নওগাঁয় মুক্তিযোদ্ধা দিবস পালিত
ডিসেম্বর ০২
০৩:৩৮
২০১৯