Daily Sunshine

Share

স্টাফ রিপোর্টার, চারঘাট: রাজাহীর চারঘাটের একটি পুকুর থেকে জীবন্ত কুমির উদ্ধার করা হয়েছে। বন্য ও প্রাণী সংরক্ষন অধিদফতর ও চারঘাট ফায়ার সার্ভিসের পৃথক দুটি দল সকাল থেকে বিকাল পর্যন্ত চেষ্টা চালিয়ে রবিবার বিকাল সাড়ে পাচঁটার দিকে কুমিরটি উদ্ধার করতে সক্ষম হয়েছে।
এদিকে নদীতে থাকা কুমির পুকুরে আসার খবরে আশের পাশের বিভিন্ন এলাকা থেকে শত শত নারী পুরুষ কুমির দেখতে ভিড় জমাতে থাকেন পুকুরপাড়ে। স্থানীয় প্রশাসনকে জনতার ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয়েছে। তবে কুমিরটি কোন ধরনের ক্ষতি করতে পারেনি।
পুকুরপাড়ের বাসিন্দা গিয়াস উদ্দিনের ছেলে প্রত্যক্ষদর্শী মনিমুল ইসলাম জানান, রবিবার সকাল ৭ টার দিকে ঘুম থেকে উঠে বাইরে এসে পুকুরে দিকে তাকাতেই দেখেন একটি কুমির মাঝে মাঝে মাথা উচু করে পাড়ের দিকে আসছে। এসময় চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে তারাও দেখতে পায় কুমিরটিকে।
এরপর সংবাদ দেয়া হয় ফায়ার সার্ভিসসহ স্থানীয় প্রশাসনকে। পরে বেলা সাড়ে ১২ টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসে রাজশাহীর বন্য ও প্রাণী সংরক্ষন অধিদফতরের সদস্যরা। এরপর দীর্ঘক্ষন চেষ্টা চালিয়ে জীবন্ত কুমিরটিকে উদ্ধার করেন তারা।
বন্য ও প্রাণী সংরক্ষন অধিদফতর রাজশাহী অঞ্চলের পরিদর্শক জাহাঙ্গীর কবীর জানান, এক ধরণের কুমির থাকার কথা লোনা পানিতে অর্থাৎ সাগরে। আর আরেক ধরণের কুমির থাকার কথা মিঠা পানি অর্থাৎ নদীতে। তবে উদ্ধার হওয়া কুমিরটি মিঠা পানি অর্থাৎ পদ্মায় থাকার কথা। হয়তো পথভ্রষ্ট হয়ে পদ্মা নদীর সঙ্গে সংযুক্ত ক্যানেল দিয়ে পুকুরে চলে এসেছিলো। রাতের আধারে এসে ক্যানেল থেকে পুকুরের পানিতে নেমে পড়ে। সৌভাগ্যক্রমে কুমিরটি কারো কোন ধরণের ক্ষতি করতে পারেনি। তবে যে কোন সময় ক্ষতি করতে পারতো।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক বলেন, কুমির পুকুরে চলে আসার খবর শুনে তাৎক্ষনিক বন্য ও প্রাণী সংরক্ষন অধিদফতরে সংবাদ দিয়ে তাদের চেষ্টায় অক্ষত অবস্থায় কুমিরটি উদ্ধার করা হয়েছে। কুমিরটি বন্য ও প্রানী সংরক্ষন অধিদফতরের হেফাজতে রাখা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম বলেন, পানিতে থাকা কুমির ডাঙ্গায় এসে কোন মানুষের ক্ষতি করেনি। যেভাবে কুমিরের সংবাদ শুনে জনতা ভিড় করছিল তাতে বড় ধরণের ক্ষতির আশঙ্কা ছিল।

সেপ্টেম্বর ২৩
০৪:০০ ২০১৯

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

শোভা ছড়াচ্ছে ‘রক্তকাঞ্চন’

শোভা ছড়াচ্ছে ‘রক্তকাঞ্চন’

রোজিনা সুলতানা রোজি : সব ফুলই শোভা ছড়ায়। সুগন্ধ ঢেলে দেয় প্রকৃতিতে। সেই ফুলে বিমোহিত হয় ভ্রমর। আর মানুষের কাছে তো ফুল ভালোবাসার নিদর্শন। ফুল ভালোবাসেন না এমন মানুষ খুজে পাওয়া ভার। প্রকৃতিতে হাজারো প্রজাতির ফুলের মধ্যে নীরবে সৌন্দয্য বিলায় রক্তকাঞ্চন। এক সময় গ্রাম বাংলার ফুল প্রেমী মানুষের কাছে রক্তকাঞ্চন

বিস্তারিত
এক নজরে

চাকরি

প্রিমিয়ার ব্যাংকের সেই ফয়সালকে রিমান্ডে চায় দুদক

প্রিমিয়ার ব্যাংকের সেই ফয়সালকে রিমান্ডে চায় দুদক

স্টাফ রিপোর্টার : তিন কোটি ৪৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখার কর্মকর্তা এফএম শামসুল ইসলাম ফয়সালকে সাত দিনের রিমান্ডে চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতে তার এই রিমান্ডের আবেদন করা হয়েছে। আগামী ১ মার্চ রিমান্ড আবেদনের শুনানি হবে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি এফএম শামসুল ইসলাম

বিস্তারিত