Daily Sunshine

পোরশায় ২০ মন্ডপে দূর্গোৎসবের আয়োজন

Share

পোরশা প্রতিনিধি: নওগাঁর পোরশায় ছয়টি ইউনিয়নে ২০ মন্ডপে শারদীয় দূর্গোৎসবের আয়োজন করা হয়েছে। উপজেলা শারদীয় দূর্গোৎসব কমিটির সভাপতি নিরঞ্জন কুমার জানান, মন্ডপগুলিতে দূর্গা প্রতিমা তৈরীতে কাদা-মাটির কাজ শেষ হয়েছে। এখন রং করার কাজ চলছে। তিনি আরও জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ওই উৎসবের জন্য ব্যস্ত সংশ্লিষ্টরা।
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুনিল কুমার সরকার জানান, ইতমধ্যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থাও নেয়া হয়েছে। পুলিশ সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন।
এ বারে উপজেলার নিতপুর ইউনিয়নে ২টি, তেঁতুলিয়ায় ২টি, ছাওড়ে ১টি, গাঙ্গুরিয়ায় ২টি, ঘাটনগরে ৫টি ও মর্শিদপুর ইউপিতে ৮টি মন্ডপে দূর্গোৎসবের আয়োজন করা হয়েছে।

সেপ্টেম্বর ২৩
০৩:৫৬ ২০১৯

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

শোভা ছড়াচ্ছে ‘রক্তকাঞ্চন’

শোভা ছড়াচ্ছে ‘রক্তকাঞ্চন’

রোজিনা সুলতানা রোজি : সব ফুলই শোভা ছড়ায়। সুগন্ধ ঢেলে দেয় প্রকৃতিতে। সেই ফুলে বিমোহিত হয় ভ্রমর। আর মানুষের কাছে তো ফুল ভালোবাসার নিদর্শন। ফুল ভালোবাসেন না এমন মানুষ খুজে পাওয়া ভার। প্রকৃতিতে হাজারো প্রজাতির ফুলের মধ্যে নীরবে সৌন্দয্য বিলায় রক্তকাঞ্চন। এক সময় গ্রাম বাংলার ফুল প্রেমী মানুষের কাছে রক্তকাঞ্চন

বিস্তারিত
এক নজরে

চাকরি

প্রিমিয়ার ব্যাংকের সেই ফয়সালকে রিমান্ডে চায় দুদক

প্রিমিয়ার ব্যাংকের সেই ফয়সালকে রিমান্ডে চায় দুদক

স্টাফ রিপোর্টার : তিন কোটি ৪৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখার কর্মকর্তা এফএম শামসুল ইসলাম ফয়সালকে সাত দিনের রিমান্ডে চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতে তার এই রিমান্ডের আবেদন করা হয়েছে। আগামী ১ মার্চ রিমান্ড আবেদনের শুনানি হবে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি এফএম শামসুল ইসলাম

বিস্তারিত