Daily Sunshine

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগে বিদায় সংবর্ধনা

Share

প্রেস বিজ্ঞপ্তি: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) সমাজবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দিনব্যাপী রাজশাহী নগরীর চাইনিজ রেস্টুরেন্ট এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক। সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় চেয়ারম্যান ও ড. কামরুন্নাহার। বিদায়ী শিক্ষার্থী রেদওয়ানা বর্ষার সঞ্চালনায় অন্যদের মধ্যে ছিলেন বিভাগের শিক্ষক- কানিজ ফাতেমা কানন, প্রভাষক রাবেয়া খাতুন, ড. আজিজুল আলম ও বিভাগের শিক্ষার্থী।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাসুম বিল্লাহ, মিস্টি মন্ডল। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ ও নীতিবান মানুষ হিসেবে গড়ে উঠার পরামর্শ দেন। এ বিশ্ববিদ্যালয়ের দূত হিসেব দেশে-বিদেশে নিজেদের প্রতিষ্ঠিত করার আহব্বান জানান।

সেপ্টেম্বর ১০
০৩:১৮ ২০১৯

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

সেলাই মেশিনেই চল্লিশ বছর

সেলাই মেশিনেই চল্লিশ বছর

রোজিনা সুলতানা রোজি : জীবন তো চলবেই জীবনের মতো ! তবে জীবনের মান চলমান রাখতে বিভিন্ন জন বেছে নিচ্ছেন বিচিত্র পেশা। কারন, জীবনের ভার বহন করতে জীবিকা প্রয়োজন সর্বাগ্রে। কেউ ছোটবেলা তো কেউ বড় হয়ে, সবাইকেই কোনো না কোনো পেশার সাথে নিজেকে সম্পৃক্ত করতেই হয়। যার যার সুবিধা মত তারা

বিস্তারিত
এক নজরে

চাকরি

অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে রাজশাহী পাটকলের আট শ্রমিক

অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে রাজশাহী পাটকলের আট শ্রমিক

স্টাফ রিপোর্টার : অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ গ্রাচ্যুইটির টাকাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আমরণ অনশনের মধ্যে রাজশাহী পাটকলের আটজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সকালে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরা হলেন, আব্দুল গফুর, জয়নাল আবেদিন, আলতাফুন বেগম, মহসীন কবীর, আসলাম আলী, মোশাররফ হোসেন, মোজাম্মেল হক ও

বিস্তারিত