Daily Sunshine

‘বাপ কা বেটা’ মাতেও মেসি (ভিডিও)

Share

সানশাইন ডেস্ক: ‘বাপ কা বেটা’ বলে একটা কথা আছে। মাতেও মেসি যেন বাবার পথেই হাঁটছেন। বয়স মাত্র চার বছর। এখনই ফুটবল নিয়ে কারিকুরি দেখানো শুরু করেছেন মেসি-পুত্র। ফ্রি-কিকে তার করা এক গোলের ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। সেটার অবশ্য আলাদা কারণও আছে।

গত ১২ সেপ্টেম্বর ছিল মাতেও মেসির জন্মদিন। প্র্যাকটিসের সময় ছোট্ট মাতিওর করার ফ্রি-কিকের গোলটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করে সন্তানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মেসির স্ত্রী অ্যান্তোনিলা রোকুজ্জো।

রোকুজ্জো তার পোস্টে লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা। তোমার পুরো জীবনই যেন এমন সুখের হয়, সে কামনাই করি। তোমার এমন সৌন্দর্য যেন আমাদের সব সময় আনন্দিত করে যায়। বয়স ৪ হলো, আমরা তোমাকে ভালোবাসি মাতো।’

রোকুজ্জো ভিডিওর সঙ্গে জুনিয়র মেসির কয়েকটি ছবিও পোস্ট করেছেন। তবে ভিডিওটি আলাদাভাবে নজর কেড়েছে একটি বিশেষ কারণে। ফ্রি-কিকে গোলটি করার পর মাতেও মেসি যে একদম বাবার মতো করেই উদযাপন করলেন। দেখে মনে হলো যেন মেসির ছেলেবেলা!

মাতেওর এই ভিডিওতে উইশের বন্যা বইয়ে দিয়েছেন মেসি ভক্তরা। অনেকেই সেটি শেয়ার দিয়েছেন। তাই ইন্টারনেটে ছড়িয়ে পড়তে সময় লাগেনি।

সানশাইন অনলাইন/এন এ

সেপ্টেম্বর ১৫
১৭:৩৯ ২০১৯

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

শোভা ছড়াচ্ছে ‘রক্তকাঞ্চন’

শোভা ছড়াচ্ছে ‘রক্তকাঞ্চন’

রোজিনা সুলতানা রোজি : সব ফুলই শোভা ছড়ায়। সুগন্ধ ঢেলে দেয় প্রকৃতিতে। সেই ফুলে বিমোহিত হয় ভ্রমর। আর মানুষের কাছে তো ফুল ভালোবাসার নিদর্শন। ফুল ভালোবাসেন না এমন মানুষ খুজে পাওয়া ভার। প্রকৃতিতে হাজারো প্রজাতির ফুলের মধ্যে নীরবে সৌন্দয্য বিলায় রক্তকাঞ্চন। এক সময় গ্রাম বাংলার ফুল প্রেমী মানুষের কাছে রক্তকাঞ্চন

বিস্তারিত
এক নজরে

চাকরি

প্রিমিয়ার ব্যাংকের সেই ফয়সালকে রিমান্ডে চায় দুদক

প্রিমিয়ার ব্যাংকের সেই ফয়সালকে রিমান্ডে চায় দুদক

স্টাফ রিপোর্টার : তিন কোটি ৪৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখার কর্মকর্তা এফএম শামসুল ইসলাম ফয়সালকে সাত দিনের রিমান্ডে চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতে তার এই রিমান্ডের আবেদন করা হয়েছে। আগামী ১ মার্চ রিমান্ড আবেদনের শুনানি হবে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি এফএম শামসুল ইসলাম

বিস্তারিত