Daily Sunshine

জাগছে শরৎ শুভ্রকাশে

Share

রোজিনা সুলতানা রোজি : শরৎ এলে প্রকৃতি সেজে ওঠে সাদা কাশফুলে। দেশের বিভিন্নস্থানে ফোটা কাশফুলের সৌন্দর্যের প্রেমে মেতে উঠে প্রকৃতিপ্রেমীরা। এরইমধ্যে সাদা ফুলের আভা ছড়িয়েছে চারিদিকে। রাজশাহীর পদ্মা নদীর তীরেও সাদা আভা ছড়াতে শুরু করেছে কাশ ফুলের শুভ্রতা।

এখন চারদিকে কাশফুলের সমারোহ, আকাশে নীল-সাদা মেঘ এই দৃশ্য দেখেই বোঝা যাচ্ছে প্রকৃতিতে শরৎ ঋতু এসেছে। হ্যা এসেছেই তো। শরৎ এসেছে বলেই মেঘেরা উড়ে বেড়াতে শুরু করেছে সাদা পাখনা মেলে। শরতের শুভ্র মেঘ আর সুর্য্যরে লুকোচুরিতে প্রকৃতি দেখা দিয়েছে নিজস্ব রূপে।

ঘন কাশ বন। এক পলক দেখলেই চোখ জুড়িয়ে যায়। একবার-দুবার নয়, বার বার ছুঁয়ে দিতে মন চায় সবুজ গাছের ডগায় সাদা কোমল এই কাশফুল। এমন কাশফুলের রাজ্যে যে কারো হারিয়ে যেতে ইচ্ছে করবেই। কারণ শরৎ এসে গেছে।

সাদা কাশের পেছনে সবুজের মাখামাখি। এখানে প্রকৃতির সবাই যেন একে অন্যের খুবই আপনজন। কাশফুলের ডানারা নীল আকাশ ছুঁয়েছে। এই ছবি দেখে গলা খুলে গাইতে ইচ্ছে করে,-‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি। সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি। এখন শুভ্র কাশ আর তুলট মেঘ আকাশের সঙ্গে মাখামাখি, যেন নতুন মিতালী, নতুন সখ্যতা। সব মিলিয়ে প্রকৃতির সৌন্দর্যের অপার আলোক ছুয়েছে এখন মেঘে মেঘেও।

বাংলাদেশের ছয় ঋতুর তৃতীয় এ শরৎকাল। এ ঋতুতে ফুটবে কাশফুল, বকফুল, শেফালি/শিউলি, গগণশিরীষ, ছাতিম, হিমঝুরি, মিনজিরি, পাখিফুল, পান্থপাদপসহ নানা জাতের ফুল। সাদা মেঘের পাশাপাশি কালো মেঘও বিরাজ করবে এ সময়।

সানশাইন/ ১৮ আগস্ট/ রোজি

আগস্ট ১৮
১৬:২৬ ২০১৯

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

জীবিকা যখন কান পরিস্কার

জীবিকা যখন কান পরিস্কার

স্টাফ রিপোর্টার: নগরীতে প্রায় ৪০ বছর ধরে কান পরিস্কার করে যাচ্ছেন চারঘাটের রতন আলী। তার বয়স এখন ৫৬ বছর চলছে। সেই ১৯৮০ সাল থেকে এ পেশায় জীবিকা নির্বাহ করছেন। রতন আলী চারঘাট উপজেলার খোর্দ্দগোবিন্দপুর চকরপাড়া থেকে প্রায় প্রতিদিনই রাজশাহী নগরীতে আসেন। নগরীর বিভিন্ন পাড়া মহল্লা অফিস ঘুরে ঘুরে কান পরিস্কার

বিস্তারিত
এক নজরে

চাকরি

সরকারি চাকরি আইনের সাতটি ধারা বাতিল চেয়ে উকিল নোটিস

সরকারি চাকরি আইনের সাতটি ধারা বাতিল চেয়ে উকিল নোটিস

সানশাইন ডেস্ক: সদ্য কার্যকর হওয়া সরকারি চাকরি আইনের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সাতটি ধারা বাতিল বা প্রত্যাহার করতে স্পিকার ও ছয় সচিবকে আইনি নোটিস পাঠানো হয়েছে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ রোববার রেজিস্ট্রি ডাকযোগে নোটিসটি পাঠিয়েছেন। স্পিকার, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রী

বিস্তারিত